ঢাকা,  রোববার
২২ জুন ২০২৫

Advertisement
Advertisement

হিজবুল্লাহর হামলায় নিহত ৭০ ইসরাইলি সেনা, ২৮ ট্যাংক ধ্বংস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৮, ২৪ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর হামলায় নিহত ৭০ ইসরাইলি সেনা, ২৮ ট্যাংক ধ্বংস

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় সম্প্রতি অন্তত ৭০ জন ইসরাইলি সেনা নিহত এবং অফিসারসহ ৬০০ জনের সেনা আহত হয়েছে। হিজবুল্লাহর অপারেশনস রুম-এর বরাত দিয়ে লেবাননের আল মানার টেলিভিশন গতকাল (বুধবার) এ তথ্য প্রকাশ করেছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, তাদের হামলায় ইসরাইলে ২৮টি মেরকাভা ট্যাঙ্ক, চারটি সামরিক বুলডোজার এবং বেশ কয়েকটি সাঁজোয়া যান ও গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও, 'হার্মিস ৪৫০' মডেলের তিনটি ড্রোন এবং 'হার্মিস ৯০০' মডেলের ড্রোন ভূপাতিত করা হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে এই ক্ষয়ক্ষতি হয়েছে।

হিজবুল্লাহর অপারেশন রুমের বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রতিরোধে (হিজবুল্লাহ) ইসরাইলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহ আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরাইলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।

এদিকে ইসরাইল বাহিনী বলেছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছে।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531