ঢাকা,  সোমবার
০২ অক্টোবর ২০২৩

Advertisement

ভারতের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমস্যা দেখছেন শোয়েব!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৩

ভারতের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমস্যা দেখছেন শোয়েব!

দীর্ঘদিন জেতা হয়নি কোনো আইসিসি ট্রফি। এছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতের উপর প্রত্যাশার চাপ থাকবে প্রবল। আর গণমাধ্যমের চাপ তো রয়েছেই। সব মিলিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপে ভারত প্রবল চাপ নিয়ে খেলবে বলে মনে করেন শোয়েব আখতার। এছাড়া দলটি এখনো সেরা একাদশই সাজিয়ে উঠতে পারেনি বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি পেসার। রোহিত শর্মার দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমস্যা দেখছেন তিনি।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেখানে পাকিস্তান দল ভালো খেলবে বলে বিশ্বাস শোয়েব আখতারের।

“ভারতে খেলতে গিয়ে পাকিস্তানের উপর কোনো চাপ থাকবে না। ঘরের মাঠে খেলা অনেক বেশি চাপের। যেটা ভারতের উপর থাকবে। আমাদের দল ভাল খেলবে। সব মাঠ ভরা থাকবে। ২০০ কোটি লোক হয়তো টিভি আর মোবাইলে খেলা দেখবে। সাংবাদিকেরা ভারত জিতে নিয়েছে মনে করবে। সেটা একটা বাড়তি চাপ তৈরি করবে রোহিতদের উপর।”

বিশ্বকাপে আগামী ১৪ অক্টোবর আমদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগামী রোববার এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দল দুটি। প্রতিযোগিতাটির ফাইনালে দুই দল উঠলে ১৭ সেপ্টেম্বর আরও এক বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। শোয়েবের মতে ভারত এখনও নিজেদের দল গুছিয়ে নিতে পারেনি।

“আমার মনে হচ্ছে গত দু’বছরে ভারত নিজেদের প্রথম একাদশ ঠিক করতে পারেনি। ওদের দল এখনও নিশ্চিত নয়। ওদের চার নম্বর ব্যাটার কে? বিরাট কোহলি কি তিন নম্বরেই ব্যাট করবে? ঈশান কিশান খুব ভাল ব্যাট করছে। ও যেখানে খুশি ব্যাট করতে পারে। হার্দিক পাণ্ডিয়া ওদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গুজরাত টাইটান্স দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে আইপিএলে। কিন্তু ভারতীয় দল এখনও গোছানো নয়। এটা আমাকে খুব অবাক করেছে। রোহিত, বিরাটকে রান করতে হবে। ভারতের ব্যাটিং এবং বোলিং দু’বিভাগেই সমস্যা রয়েছে।”

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528