ঢাকা,  সোমবার
০২ অক্টোবর ২০২৩

Advertisement

গোলরক্ষকের মুখে বালতি ছুড়ে ৩ মাসের জেল দর্শকের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৪, ৩০ আগস্ট ২০২৩

গোলরক্ষকের মুখে বালতি ছুড়ে ৩ মাসের জেল দর্শকের

ঘটনাটি গত বছরের ডিসেম্বরের, যেখানে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে মেলবোর্ন ডার্বির ওই ম্যাচে মেলবোর্ন ভিক্টরির মুখোমুখি হয়েছিল সিটি। তবে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে মেলবোর্ন সিটির গোলরক্ষক টম গ্লোভারের মুখে বালতি ছুড়ে মারেন এক দর্শক। এই ঘটনায় মেলবোর্নের এক ম্যাজিস্ট্রেট তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

মূলত প্লে-অফ ফাইনাল চার বছরের জন্য সিডনিতে সরিয়ে নেওয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচের ২০ মিনিট পর মাঠে ঢুকে পড়েন অনেক দর্শক। প্রথমে এক দর্শক এসে ধাক্কা মারেন সিটির গোলরক্ষক গ্লোভারকে। আরেকজন এসে তার মুখে ছুড়ে মারেন বালতি। মুখ রক্তাক্ত হয়ে যায় তার। হাসপাতালে নেওয়ার পর গ্লোভারের মুখে ১০টি সেলাই দিতে হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঘটনায় অ্যালেক্স অ্যাজেলোপুলোস নামে ২৩ বছর বয়সী দর্শককে মঙ্গলবার মেলবোর্নের ম্যাজিস্ট্রেট কারাদণ্ডের শাস্তি দেন। এছাড়া স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। যেখানে তার আইনজীবী ডারমট ড্যান কারাদণ্ডের সাজার বিরুদ্ধে যুক্তি দিয়ে বলেন, ওই সময়ে মাদকাসক্ত ছিলেন অ্যাজেলোপুলোস।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528