বলিউডের বচ্চন পরিবারে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াই রাইয়ের দূরত্ব বাড়ছে এমন ইঙ্গিত মিলেছে। সেই গুঞ্জন বাড়িয়ে দেওয়ার মত নতুন এক খবর এসেছে এবার। ইন্ডিয়ান এক্সপ্রেস অভিষেকের নতুন কিছু ছবি শেয়ার করেছে। তাতে বলা হয়েছে এই প্রথম অভিষেকের আঙুলে বিয়ের আংটি দেখা গেল না।
এই ছবি প্রকাশের পর সোশাল মিডিয়ায় এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনা বেড়েছে। অনেকে দাবি করেছেন, এর আগে যে কোনো অনুষ্ঠানে অভিষেকের আঙুলে বিয়ের আংটি দেখা গেছে।
২০১৮ সালে এই তারকা দম্পতিকে নিয়ে বিচ্ছেদের খবর ছড়ায়, কিন্তু সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে অভিষেক বলছিলেন, বিচ্ছেদের খবরটি মিথ্যা। আমরা একসঙ্গেই আছি।
জানা গেছে গত মাস থেকে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। ইদানিং সোশাল মিডিয়ায় অভিষেককে নিয়ে কোনো ছবি পোস্টা না করে নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করছেন। এতে করে বচ্চনদের সঙ্গে সাবেক বিশ্ব সুন্দরীর ‘সমস্যার’ গুঞ্জন তৈরি হয়।
গত ১ নভেম্বরে নিজের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের যে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া, সেখানে তার পাশে স্বামী অভিষেক বা শ্বশুর বাড়ির কাউকে দেখা দেখা যায়নি।
এর মধ্যে গত ১২ নভেম্বর দীপাবলির দিন বচ্চন বাড়ির পূজায় উপস্থিত না থেকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়াকে। এরপর ১৬ নভেম্বর আরাধিয়ার জন্মদিনে তার বাবা ও মা আলাদা আলাদাভাবে সোশাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, তাতেও চুপ থেকেছেন অমিতাভ, জয়া এবং পরিবারের অন্য সদস্যরা।