ঢাকা,  রোববার
১১ মে ২০২৫

Advertisement
Advertisement

আমি বুবলিকে চিনতে পারেননি: শাকিব খান

প্রকাশিত: ১৩:৫৪, ৪ ডিসেম্বর ২০২৩

আমি বুবলিকে চিনতে পারেননি: শাকিব খান

অবশেষে বুবলি প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান। গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে বুবলির প্রেমের সম্পর্ক রয়েছে অভিযোগ করেন তাপরে স্ত্রী ফারজানা মুন্নি। এরপর  অপু বিশ্বাসের সঙ্গে তার একটি কলরেকর্ড ফাঁস হয়। এসব কান্ড যখন ঘটছে তখন শাকিব খান ছিলেনদরদসিনেমার শুটিংয়ে দেশের বাইরে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন থেকে এ বিষয়টি নিয়ে প্রশ্ন করলে শাকিব খান বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব।

শাকিব বলেন, মুন্নি ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। যাকে নিয়ে তার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নি ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি।

তিনি বলেন, বুবলীর কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব। অনেকে হয়ত মনে করছেন বুবলির সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে। তাই শাকিবকে বললে হয়ত এর কোনো সলিউশন হবে। কিন্তু আমি বলেছি, আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই।

শাকিব বলেন, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। শাকিব বলেন, জীবনে অনেকবার মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে বুবলিকে তিনি চিনতে পারেননি। 

তার কথায়, আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলিকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। 

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531