ঢাকা,  রোববার
১১ মে ২০২৫

Advertisement
Advertisement

বিচ্ছেদ শঙ্কায় জেনিফার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

বিচ্ছেদ শঙ্কায় জেনিফার

বছর খানেকের প্রেমের গুঞ্জন ছাপিয়ে গতবছরই গাঁটছড়া বাঁধেন ‘ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা বেন অ্যাফ্লেক ও জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজ। এরপর বেশ সুখেই কাটছিল তাদের নতুন সংসার। তবে মাত্র এক বছরেই সেখানে ভিন্ন সুর ভেসে আসছে।

সম্প্রতি বেন অ্যাফ্লেকের এক কাণ্ড প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। তাদের দাবি, পুরনো ঘরে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেন। আর তাতে কপাল পুড়তে পারে জেনিফারের!

তাদের মতে, বেনের জীবনে তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারই শেষ কথা। আবার কখনও সেই জায়গায় দেখেন বর্তমান স্ত্রী জেনিফারকে। আসলে তিনি চোখে কাকে, আর মনে কাকে রাখেন সেটা বোঝাই দুষ্কর।

বেনের সাম্প্রতিক কীর্তিকলাপে অন্তত এমনই ধারণা নেটিজেন-সমালোচকদের। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসও মেয়ে সেরাফিনার সঙ্গেই একই গাড়িতে দেখা গেছে বেন ও তার প্রাক্তন স্ত্রীকে। এমনকি মেয়ের সামনেই বেশ ঘনিষ্ঠভাবে ধরাও দেন তারা। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নানা গুঞ্জন শুরু হয়েছে।

শুধু তাই নয়, অনেকেই বেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন। আবার অনেকেই বলছেন, হয়তো বর্তমান স্ত্রী জেনিফার লোপেজের সঙ্গে আর বনিবনা হচ্ছে না বেনের! তাই পুরনো ঘরে ফেরার চেষ্টা করছেন তিনি।

তবে আলোচনা-সমালোচনা চললেও বিষয়টি নিয়ে এখন মুখে কুঁলুপ এঁটে আছেন এই চর্চিত যুগল। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় কোথায় গিয়ে শেষ হয় তাদের বিচ্ছেদ গুঞ্জন।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531