ঢাকা,  সোমবার
১২ মে ২০২৫

Advertisement
Advertisement

গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডিবি

দিনদর্পন রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২, ২০ মে ২০২৩

আপডেট: ১২:৩৫, ২০ মে ২০২৩

গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডিবি

সম্প্রতি মাদককাণ্ডে তুমুল সমালোচিত ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল গ্রেফতার হয়েছেন। রাজধানীর মতিঝিল থানায় করা প্রতারণা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করেছে।

অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নেওয়ায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা দায়ের হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন কর্মকর্তা শনিবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গায়ক নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা আছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম প্রতারণার অভিযোগ এনে নোবেলের বিরুদ্ধে মামলাটি করেন। গত ১৭ মে আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531