ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অংশ হিসেবে চতুর্থ দফায় ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩৩ জন ফিলিস্তিনি। জিম্মিরা সবাই নিরাপদে ইসরায়েলে পৌঁছেছেন।
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়ানোর ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর ইসরায়েল এই তথ্য জানাল।
যুদ্ধবিরতির সময় বাড়ানোর ফলে মঙ্গল ও কাল বুধবার গাজা উপত্যকায় ইসরায়েল হামলা চালাবে না। এ ছাড়া এই দুই দিনে নিজেদের মধ্যে আরও জিম্মি-বন্দিবিনিময়ে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।
১১ জিম্মির আগমন নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার ভোরে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ৩৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
চলমান যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত মোট ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আর হামাস মুক্তি দিয়েছে প্রায় ৫০ জন জিম্মিকে।
কাতার, মিসর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হয় চার দিনের যুদ্ধবিরতি, যা শেষ হওয়ার কথা ছিল গতকাল সোমবার।