
হাইকোর্ট
নির্বাচন কমিশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রাখলো আপিল বিভাগ। ফলে দলটি কমিশনের অনিবন্ধিত দলই থাকছে। নিবন্ধন ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
রোববার (১৯ নভেম্বর) বিষয়টি শুনানির জন্য উঠলে জামায়াতের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীনের ব্যক্তিগত অসুবিধার সময়ের আবেদন করেন। তবে বারবার সময়ের আবেদন করায় তা নাকচ করে আপিল খারিজ করে দেন।
আদেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের আইনজীবী মো. জিয়াউর রহমান বলেন, সিনিয়র আইনজীবীরা বিষয়টি পুনরায় শুনানি করার জন্য আবেদন করতে পারেন। তখন আদালত তা গ্রহণ করতে পারেন, না-ও পারেন।
আদেশের বিষয়ে জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতালের কারণে আমাদের আইনজীবী শুনানি মুলতবি করার আবেদন দিয়েছিলেন। মুলতবির আবেদনটি আদালত আমলে নেননি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পরবর্তী নির্দেশনার আলোকে আমরা আইনি পদক্ষেপ নেবো।