ঢাকা,  সোমবার
০২ অক্টোবর ২০২৩

Advertisement

অপু বিশ্বাসের নামে হাতিরঝিল থানায় জিডি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

অপু বিশ্বাসের নামে হাতিরঝিল থানায় জিডি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামের আরেকজনকে। 

সোমবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। জিডি নম্বর-১১১৫। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

আরো উল্লেখ করা হয়েছে, পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

কোরবানি ঈদে অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল শাড়ি’। এতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু অভিনীত ‘ট্র্যাপ—দ্য আনটো

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528