
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) আনিসুর রহমান।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক জানিয়েছেন, মহানগরীর হরগ্রাম থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেন আবু সাঈদ চাঁদ।
ওই জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই, এক দফা... শেখ হাসিনাকে কবস্থানে পাঠাতে হবে... শেখ হাসিনাকে কবস্থানে পাঠাতে হবে... এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ।’
এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ ও বিভিন্ন পোশাজীবী সংগঠন। চাঁদকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।