ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

মাত্র ৫ মিনিটেই মোবাইল ফোন ফুল চার্জ!

প্রকাশিত: ১১:২৫, ৩ মার্চ ২০২৩

মাত্র ৫ মিনিটেই মোবাইল ফোন ফুল চার্জ!

ফাইল ছবি

বর্তমানে বাজারে যেসব স্মার্ট আসছে তার সবকটিতেই ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত আছে। অধিকাংশ ফোনই এক ঘণ্টারও কম সময়ে প্রায় পুরোপুরি চার্জ হয়ে যায়। এক সময় ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি এনে সাড়া ফেলেছিল রিয়েলমি। এবার তাদের টপকে শাওমি নিয়ে এসেছে ৩০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। 

স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) মেলায় নতুন এই ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করল শাওমি। রেডমির নোট ১২ প্রো ডিসকভারি স্মার্টফোনের মোডিফাইড সংস্করণে এই প্রযুক্তি প্রদর্শন করে শাওমি। ফোনটিতে রয়েছে ৪ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি। মাত্র ২ মিনিট ১১ সেকেন্ডে ৫০ শতাংশ চার্জ হয়ে যায় মোবাইল ফোনটি। পুরোপুরি চার্জ হতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট।

গত বছরের ডিসেম্বরে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি বের করেছিল শাওমির রেডমি। এখন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ফাস্ট চার্জিং স্মার্টফোন জিটি নিও ৫ বাজারে আনার ঘোষণা দেয়। ফোনটি দুটি সংস্করণে বাজারে আনা হবে। একটি ২৪০ ওয়াটে চার্জিং হবে এবং অন্যটি ১৫০ ওয়াটে চার্জিং সমর্থন করবে। ফোনটির ২৪০ ওয়াট চার্জিং সমর্থিত সংস্করণের ৪ হাজার ৬০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি মাত্র ৯ মিনিটেই সম্পূর্ণ রিচার্জ করা যাবে। 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531