ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

ফেসবুকেই জানা যাবে আপনার ইন্টারনেট স্পিড

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ মার্চ ২০২৩

ফেসবুকেই জানা যাবে আপনার ইন্টারনেট স্পিড

ফাইল ছবি

ফেসবুকের মাধ্যমে যে ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করা যায় সে বিষয়টি হয়তো অনেকেই জানেন না। ইন্টারনেট স্পিড ওঠানামা করতে থাকায় কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারেন ফোনের ইন্টারনেট গতি।

ফেসবুক থেকে কী ভাবে দেখবেন ইন্টারনেট স্পিড? চলুন জেনে নেয়া যাক।

সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে যে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আর এই ফিচার কেবল ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

১. ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। মেনু অপশনে একাধিক ফিচার দেবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

২.  নিচে স্ক্রল করে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে ক্লিক করুন।

৩. এবার 'ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স' অপশনে ট্যাপ করুন।

৪. এই পেজে 'ইওর স্পিড' অপশনে ক্লিক করতে হবে। তারপর 'রান স্পিড টেস্ট' নামে একটি অপশন আসবে।

৫. সেই অপশনের নিচে 'কন্টিনিউ' অপশনে ক্লিক করতে হবে। ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।

৬. ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

৭.  আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড আপলোড স্পিড ভালো না খারাপ তাও স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

৮. এই ইন্টারনেট স্পিড কী কী কাজ ভালো করে যাবে যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এই ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531