
অভিনেত্রী মৌনি রায় হলুদ গাউন পরে চলমান ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে দুর্দান্তভাবে নিজেকে প্রদর্শন করলেন। এবারের উৎসবে মৌনির অভিষেক ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
জনপ্রিয় টেলিভিশন শো ‘নাগিন’র প্রধান চরিত্রে এ অভিনেত্রী ভারতীয়দের মন কাড়েন। ফলে ছোট পর্দা থেকে বড় পর্দায় অল্প সময়েই অভিষেক ঘটে এই অভিনেত্রীর।
উজ্জ্বল হলুদ রঙের গাউন, সাথে কালো সানগ্লাস, মৌনি লাল গালিচায় হাঁটেন কান উৎসবে। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলে মূর্হুতে তা নেটিজেনদের মন জয় করে।
অভিনেত্রী দিশা পাটানী ও শুভশ্রী গাঙ্গুলী মতো অনেকেই মৌনি রায়ের পোস্টে কমেন্টে প্রশংসা করেছেন।
কান উৎসবে যাওয়ার আগে মৌনি এক বিবৃতিতে বলেন, কান এর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণের সুযোগ পাওয়ায় আমি উচ্ছ্বসিত। এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের। এই অবিশ্বাস্য সুযোগের জন্য আমি আমার সবার কাছে কৃতজ্ঞ।
সর্বশেষ অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেন তিনি। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন এর সাথে এই সিনেমায় মৌনি অভিনয় করেন। এছাড়াও মৌনি রায় ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ‘লন্ডন কনফিডেন্সিয়াল’ সিনেমায় অভিনয় করেছেন।