ঢাকা,  শুক্রবার
২৯ মার্চ ২০২৪

Advertisement
Advertisement

সৌদিতে পুরুষের চেয়ে নারী কম

প্রকাশিত: ১২:৩৩, ১ জুন ২০২৩

সৌদিতে পুরুষের চেয়ে নারী কম

সৌদি নারী

সৌদি আরবে বর্তমানে মোট জনসংখ্যা রয়েছে কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এর মাঝে সৌদির স্থানীয় নাগরিক প্রায় কোটি ৮৮ লাখ যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক শতাংশ। আর ৪২ শতাংশই প্রবাসী। ২০২২ সালে চালানো হয় আদমশুমারির রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

প্রায় এক বছর পর এ রিপোর্ট প্রকাশ করেছে দেশটির পরিসংখ্যান দপ্তর। এতে দেখা যাচ্ছে দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। দেশটির ৩ কোটি ২১ লাখ মানুষের মধ্যে কোটি ৯৭ লাখ পুরুষ, তার মানে দেশটির মোট জনসংখ্যার ৬১ দশমিক শতাংশ পুরুষ।

আর নারী হলেন কোটি ২৫ লাখ। অর্থাৎ দেশটিতে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র ৩৮ দশমিক শতাংশ হলেন নারী।

২০২২ সালের আগে সৌদি আরবে আদমশুমারি চালানো হয়েছিল ২০১০ সালে। ওই বছর যে জনসংখ্যা ছিল, সে তুলনায় দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় ৮২ লাখ।

অপরদিকে ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে সৌদির স্থানীয় মানুষের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ।

২০২২ সালের মে মাসে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সৌদিতে আদমশুমারি চালানো হয়। এটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশটির ইতিহাসে পঞ্চম শুমারি। এটি মূলত চালানোর কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারির কারণে দুই বছর পিছিয়ে যায় শুমারিটি।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531