ঢাকা,  শুক্রবার
০২ মে ২০২৫

Advertisement
Advertisement

রোনালদো তেহরানে যাচ্ছেন না, কারণ নিয়ে নানা জল্পনা

প্রকাশিত: ১৪:০৮, ৩ মার্চ ২০২৫

রোনালদো তেহরানে যাচ্ছেন না, কারণ নিয়ে নানা জল্পনা

রোনালদো

আজ রাতে তেহরানে ইরানি ক্লাব ইসতেগলালের মুখোমুখি হবে সৌদি আরবের আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সঙ্গে ইরানে যাননি তিনি, আর এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

কিছু গণমাধ্যমের দাবি, ইরানে গেলে রোনালদোকে ৯৯ দোররা মারার শাস্তির মুখে পড়তে হতে পারে। আবার কেউ বলছে, নিরাপত্তার শঙ্কায় তাঁকে নেওয়া হয়নি। অন্যদিকে, কিছু সূত্র চোটের কারণেই তাঁকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। তখন শারীরিক প্রতিবন্ধী এক নারী চিত্রশিল্পীকে আলিঙ্গন ও চুম্বন করেছিলেন তিনি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার দাবি, ইরানের আইন অনুযায়ী এটি 'ব্যভিচার', যার শাস্তি ৯৯টি দোররা। যদিও এই তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র দেয়নি মার্কা।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ২০২৩ সালের সফরে রোনালদোর হোটেলের সামনে বিশাল ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এবারও তাঁর উপস্থিতিতে এমন পরিস্থিতি আরও বড় হতে পারে, তাই নিরাপত্তার কথা ভেবেই তাঁকে তেহরানে নেওয়া হয়নি।

অন্যদিকে, কাতারভিত্তিক বিইন স্পোর্টসের মতে, রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে ছোটখাটো চোটের কারণে। আল নাসর কোচ স্টেফানো পিওলি চোটের কথা নিশ্চিত করেছেন এবং ঝুঁকি না নিতেই তাঁকে দলে রাখা হয়নি।

আল নাসরের পরবর্তী ম্যাচ ৭ মার্চ, আল শাবাবের বিপক্ষে। লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে দলটি। রোনালদো এরই মধ্যে সব প্রতিযোগিতায় ৩০ ম্যাচে ২৫ গোল করেছেন, তবে এই গুরুত্বপূর্ণ এএফসি ম্যাচে তাঁর না থাকা দলকে প্রভাবিত করতে পারে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531