ঢাকা,  শুক্রবার
০২ মে ২০২৫

Advertisement
Advertisement

ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা: গ্রাহক কতটা সুফল পাবেন?​

প্রকাশিত: ১৪:০৯, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:১০, ২৭ এপ্রিল ২০২৫

ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা: গ্রাহক কতটা সুফল পাবেন?​

ইন্টারনেট

বাংলাদেশে ইন্টারনেটের সরবরাহব্যবস্থার বিভিন্ন স্তরে সম্প্রতি ব্যান্ডউইডথের দাম কমানোর ঘোষণা দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। এই উদ্যোগের ফলে গ্রাহকরা কতটা সুফল পাবেন, তা নির্ভর করছে বিভিন্ন ফ্যাক্টরের ওপর।​


? ব্যান্ডউইডথের দাম কমানোর ঘোষণা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) ২২ মার্চ ঘোষণা দেয়, তাদের সব ধরনের সেবার ক্ষেত্রে ১০ শতাংশ দাম কমবে। এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনসও ব্যান্ডউইডথের দাম ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে।​


? আইএসপিএবির ঘোষণা: ৫০০ টাকায় ১০ এমবিপিএস

আইএসপিদের সংগঠন আইএসপিএবি ১৯ এপ্রিল জানায়, তারা ৫০০ টাকায় ১০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতির ইন্টারনেট দেবে, যা আগে ছিল ৫ এমবিপিএস। তবে গতির অন্যান্য স্তরে তারা দাম কমানো বা গতি বাড়ানোর ঘোষণা দেয়নি।​


⚠️ চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা

ইন্টারনেটের দাম কমানোর এই ঘোষণাগুলো বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে:​

  • রাজস্ব ভাগাভাগি: আইআইজিরা আইএসপিদের কাছে প্রতি এমবিপিএস এখন ২০০ টাকায় বিক্রি করে। কিন্তু এই দর ৩৬৫ টাকা ধরে রাজস্বের ১০ শতাংশ ভাগ নেয় বিটিআরসি।​

  • বিভিন্ন স্তরের খরচ: ইন্টারনেটের দাম শুধু ব্যান্ডউইডথের ওপর নির্ভরশীল নয়; তরঙ্গ, টাওয়ার, ফাইবার, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয় যুক্ত।​

  • মোবাইল অপারেটরদের ভূমিকা: মোবাইল অপারেটররা এখনও ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা দেয়নি।​


✅ সম্ভাব্য সুফল

যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে ইন্টারনেটের দাম কমানোর এই উদ্যোগের ফলে গ্রাহকরা কিছু সুফল পেতে পারেন:​

  • ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য: ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে, যা আগে ছিল ৫ এমবিপিএস।​

  • ভবিষ্যতে উন্নতি: আইএসপিএবি আশ্বাস দিয়েছে, যদি সরকার নীতিগত সহায়তা দেয়, তাহলে খুব শিগগিরই ৫০০ টাকাতেই ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান সম্ভব হবে।​


ইন্টারনেটের দাম কমানোর এই উদ্যোগগুলি গ্রাহকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তবে, এই সুফল পুরোপুরি পেতে হলে নীতিগত সমন্বয়, রাজস্ব ভাগাভাগির হার কমানো এবং মোবাইল অপারেটরদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় ইন্টারনেট সেবার মান ও মূল্য আরও সাশ্রয়ী ও গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায়।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531