ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

শাহিনকে অধিনায়ক করার গুঞ্জনে যা বললেন শ্বশুর আফ্রিদি

প্রকাশিত: ০৯:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

শাহিনকে অধিনায়ক করার গুঞ্জনে যা বললেন শ্বশুর আফ্রিদি

ড্রেসিংরুমে পাকিস্তানি দুই তারকা ক্রিকেটারের বাগবিতণ্ডা নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশটির সংবাদমাধ্যম। এর ভেতর অধিনায়ক বাবর আজমের সঙ্গে পেসার শাহিন আফ্রিদির কথার লড়াই এবং অধিনায়কত্ব প্রসঙ্গও উঠে এসেছে। বাবর সরিয়ে দিয়ে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির নাম শোনা যায়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা পেসারের শ্বশুর শহীদ আফ্রিদি।

মূলত এসব বিতর্কের শুরু এশিয়া কাপের সুপার ফোর থেকে পাকিস্তানের বিদায়ের পর। শুরু হয় বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা।  এমনকি পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে বাবরের সমালোচনা শহীদ আফ্রিদি বলেন, বিশ্রাম নীতি অনুসারে বাবরের খেলা উচিত ছিল। একাদশে পরিবর্তন নিয়ে পাকিস্তান খেলতে পারত।

তার এই মন্তব্যের পর শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানানোর গুঞ্জন ওঠে। যদিও বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেননি আফ্রিদি। তবে শাহিন শহীদ আফ্রিদি সম্পর্কে জামাই-শ্বশুর হওয়ায় নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। সামাজিকমাধ্যমে গুঞ্জন ছড়ায়, শাহিনকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে চান শহীদ আফ্রিদি।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদাব খান!

তবে এসব সমালোচনা শুনে রীতিমতো বিস্মিত হয়েছেন আফ্রিদি। সাবেক এই স্পিন অলরাউন্ডার বলছেন, আমি বুঝতে পারছি না কেন তারা এসব কথাবার্তা বলছেন। যদিও আমি আমার মতামত জানিয়েছি সামা টিভিতে। তবে তারা এটাকে ভিন্নভাবে নিয়েছে। আমিই একমাত্র ব্যক্তি যে শাহিনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে বলেছি।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531