
সিঁদুর
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত নির্মম সন্ত্রাসী হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে পাল্টা অভিযানের নির্দেশ দিয়েছেন, সেটির নামকরণ করা হয়েছে অত্যন্ত প্রতীকী ও আবেগঘনভাবে—‘অপারেশন সিঁদুর’। সরকারি সূত্রের বরাতে প্রথম সংবাদ প্রকাশ করে পিটিআই, যার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে।
এই অভিযানের নামের পেছনে রয়েছে গভীর সাংস্কৃতিক তাৎপর্য। হিন্দু বিবাহিত নারীরা তাঁদের সিঁথিতে সিঁদুর দিয়ে থাকেন, যা তাঁদের বৈবাহিক সম্পর্কের প্রতীক। পেহেলগামে হামলায় প্রাণ হারানো ২৬ জনের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের প্রধান—স্বামী, পিতা। তাঁদের মৃত্যু হয়েছিল স্ত্রী ও সন্তানের সামনে। সেই নিঃসীম বেদনার প্রতীক হিসেবেই রাখা হয় ‘অপারেশন সিঁদুর’ নামটি—যেন প্রতিটি শহীদ স্ত্রীর নিঃশব্দ কান্না ও হৃদয়বিদারক আর্তনাদকে জাতি মনে রাখে।
ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে বড় অক্ষরে লেখা ছিল ‘OPERATION SINDOOR’, যার ‘O’ অক্ষরটি একটি সিঁদুর পাত্রের মতো আঁকা, সেখান থেকে সিঁদুর গড়িয়ে পড়ছে—একটি মর্মস্পর্শী বার্তা। ছবির নিচে লেখা ছিল, ‘বিচার সম্পন্ন হয়েছে। জয় হিন্দ।’
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীরা হামলার সময় পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে প্রকাশ্যে গুলি চালায়। হত্যাকাণ্ড ঘটে পরিবারের সামনেই। এই নিষ্ঠুরতার শিকার হওয়া পরিবারগুলোর কিছু চিত্র ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
একটি ছবিতে দেখা যায়, সদ্য বিবাহিতা হিমাংশী নারওয়াল বসে রয়েছেন তাঁর শহীদ স্বামী, ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের নিথর দেহের পাশে।
একটি ভিডিওতে দেখা যায়, মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবী আগের দিন শিকারা ভ্রমণের সময় হাসছিলেন, পরদিন স্বামীর রক্তাক্ত দেহ ধরে চিৎকার করছেন সাহায্যের জন্য।
আরো হৃদয়বিদারক চিত্র এসেছে শৈলেশ কালাথিয়ার স্ত্রী শীতল, বিতান অধিকারীর স্ত্রী সাহিনী, শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশান্য, সন্তোষ জাগদালের স্ত্রী প্রগতি—প্রতিটি নামের পেছনে রয়েছে এক একটি বেদনার গল্প।
এই অভিযানের পর নিহতদের পরিবার থেকে এসেছে স্বস্তি ও কৃতজ্ঞতার প্রতিক্রিয়া।
ঐশান্য দ্বিবেদী বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। আমরা ওনার ওপর বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই বিশ্বাস রাখলেন।’
সংগীতা গনবোট বলেন, ‘সরকার আমাদের মতো স্বামীহারা নারীদের সম্মান দিয়েছে। আমি সেই দিন ভুলতে পারি না। আমরা অপেক্ষা করছিলাম, মোদিজি কবে জবাব দেবেন। আজ তিনি দিয়েছেন।’
ভারতের রাজনৈতিক ও সেনা মহলে এখন স্পষ্ট বার্তা—এই বারবার রক্ত ঝরানো দেশের মাটিতে আর কোনো নিরীহ প্রাণ যাবে না নিঃসঙ্গভাবে। অপারেশন সিঁদুর কেবল একটি প্রতিশোধ নয়, এটি শহীদদের পরিবারের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।