ঢাকা,  সোমবার
০২ অক্টোবর ২০২৩

Advertisement

যে ভিডিও গুলো মানুষ ইউটিউবে সবচেয়ে বেশি দেখেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১১:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩

যে ভিডিও গুলো মানুষ ইউটিউবে সবচেয়ে বেশি দেখেছেন

ছবি সংগ্রহীত

ইউটিউবে এখন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, আয়েরও বড় মাধ্যম৷ আর বর্তমান সময়ে ইউটিউবার হওয়াও একটি পেশা হিসেবেই নিচ্ছেন প্রায় মানুষই৷ ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন চ্যানেল ও ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেন? জানলে আপনি অবাক হবেন।

কোনো হলিউড বা বলিউডের গানের ভিডিও বা চ্যানেল নয়, জানলে অবাক হবেন যে, কোনো সিনেমার গান বা চ্যানেল মানুষ বেশি দেখেন না৷ তবে কি দেখেন? জেনে নিন।

একনজরে দেখে নিন যেই চ্যানেলগুলো ইউটিউবে মানুষ সবচেয়ে বেশি দেখেন।

প্রথমত বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি দেখার তালিকায় এক নম্বরে আছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে আপলোড করা হয়। এই ভিডিওটির ভিউ ১৩.১৮ বিলিয়ন৷ এটি ছোটদের একটি গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউ সবচেয়ে বেশি৷

দ্বিতীয় স্থানে আছে লুইস ফনসির ‘ডেসপাসিটো’ গানতি। এই ভিডিওটির ভিউ হয়েছে ৮.২৩ বিলিয়ন৷ এটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে লঞ্চ করা হয়৷

আরও পড়ুনঃ শুধু আইফোন ১৫-সিরিজ নয়, আরও যে সব পণ্য লঞ্চ করে অ্যাপল 

তৃতীয়ত ভিউর দিক থেকে তিন নম্বরে আছে ছোটদের একটি জনপ্রিয় গান৷ যা অতিপরিচিত ছোটদের গান ‘জনি জনি ইয়েস পাপা’ ৬.৭৬ বিলিয়ন ভিউজ পেয়ে বিশ্বে তিন নম্বরে আছে৷ ২০১৬ সালে এটি লুলু কিডস-নার্সারি রাইমস এটি আপলোড করে৷

চতুর্থ তালিকায় আছে একটি নার্সারি রাইম৷ ‘বাথ সং’ বা গোসলের গান শিরোনামের এই গান। গানটির ভিউওর দিক থেকে চার নম্বরে আছে৷ এই গানের ভিউ ৬.৩৩ বিলিয়ন৷ কোকোমেলন-নার্সারি রাইমস এই গান ২০১৮ সালে আপলোড করে।

পঞ্চম স্থানে আছে পপ-গায়ক এড শিরানের ‘শেপ অফ ইউ’ গানটি৷ এ পর্যন্ত এই গানটি ৬.০৬ সংখ্যক মানুষ ইউটিউবে দেখেছেন৷

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528