ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

বাগদান সারলেন সেলেনা গোমেজ, পাত্র কে?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:১৯, ১৩ ডিসেম্বর ২০২৪

বাগদান সারলেন সেলেনা গোমেজ, পাত্র কে?

পাঁচ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজের। সম্প্রতি খ্যাতিমান সংগীত প্রযোজক ও গায়ক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। এ কথা নিজেই অনুরাগীদের জানিয়েছেন গায়িকা।

সম্প্রতি চারটি ছবিসহ ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সেলেনা। সেখানে দেখা যায়, গায়িকার অনামিকা আঙুলে ঝলমল করছে একটি হীরার আংটি। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন সেলেনা। তৃতীয় ছবিতে হাসি ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন গায়িকা। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।

পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘শুরুটা চিরকালের জন্য।’  মন্তব্যের ঘরে ভক্তদের সঙ্গে মজা করে ব্লাঙ্কো লিখেছেন, ‘অপেক্ষা করুন, এটা আমার বউ।’

সেলেনার বাগদত্তা বেনি ব্লাঙ্কো একজন খ্যাতিমান সংগীত প্রযোজক ও গায়ক। তিনি এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো। ২০২৩ সালে প্রেমের বিষয়টি সামনে আনেন সেলেনা।

সেলেনার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই তার অনুরাগীদের। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। যদিও দীর্ঘ হয়নি বিশ্বজুড়ে আলোচিত এই তারকাজুটির সম্পর্ক। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531