পূজা
বাড়িতে আগুন লেগে ঘর পুড় গেলেও পরিবারের কারো ক্ষতি হয়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি নিজেই। বড় দুর্ঘটনা থেকেই বেঁচে গেলেন।
পূজা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় বাড়িতে। বড় কোনো ক্ষতি হয়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা ও তাঁর পরিবার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বলে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন, একটুর জন্য আজ বেঁচে গেলাম। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের অশেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।
গত ২ জানুয়ারি পূজার চলচ্চিত্র ক্যাবারেটের কলাকুশলীদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। পূজা ব্যানার্জি, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায় এবং উৎসব মুখোপাধ্যায় অভিনীত পিরিয়ড ড্রামা ক্যাবারেট প্রথম লুকেই বাজিমাত করেছে।