ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

প্রিয়াঙ্কা সরকার এবার বলিউড সিনেমায়

প্রকাশিত: ২২:৩২, ১১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৩

প্রিয়াঙ্কা সরকার এবার বলিউড সিনেমায়

রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে পশ্চিমবঙ্গে দারুণ পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একাধিক বাংলা ছবি আর ওটিটি প্লাটফর্মে কাজ করেছেন তিনি। এবার বলিউডে গড়ে তুলবেন নিজের ক্যারিয়ার। হ্যাঁ, এবার বলিউড সিনেমায় অভিনয় করছেন তিনি। পরিচালক অনিক চৌধুরীর ‘দ‌্য জেবরাস’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
অভিনেতা রাহুলের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগাসহ ক্যারিয়ারের নতুন দিক উন্মোচন হচ্ছে। তাই বলা যেতে পারে, প্রিয়াঙ্কার জীবনে এখন খুশির মৌসুম। হিন্দি ছবিতে পা রেখে প্রিয়াঙ্কা বললেন, ‘দ্য জেবরাসের গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। এটি ভীষণ ইউনিক সাবজেক্ট। এই গল্পে অনেকটা জায়গাজুড়ে রয়েছে এআই। এই সিনেমায় বর্তমান ফ‌্যাশন জগতের একটি দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর আমি এখানে একজন মডেলের চরিত্রে অভিনয় করছি।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এআই এখন কতটা প্রাসঙ্গিক আর আগামী দিনে এর কী প্রভাব পড়তে পারে, সেই দিকটাই দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এই নির্মাতা। কাজটি যখন শুরু হবে, অর্থাৎ ফ্লোরে গেলে আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারবো।’
সব ঠিকঠাক থাকলে নায়িকা আগামী বছরে পা রাখতে যাচ্ছেন বলিউডে। প্রিয়াঙ্কার বিপরীতে সিনেমাটিতে রয়েছে ‘ফ্যামিলিম্যান’ সিরিজখ্যাত সরিব হাসমির নাম। হাসমি মুম্বাইয়ের খ্যাতনামা সাংবাদিক জেড এ জোহরের ছেলে।
 
Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531