নন্দিত অভিনেতা, নাট্যকার ড. ইনামুল হকের ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১ সেই সব দিন’। আর এটি নির্মাণ করেছেন তারই কন্যা অভিনেত্রেী হৃদি হক। দর্শকের আগ্রহে গত সপ্তাহে মুক্তি পাওয়া এই সিনেমাটির শো বেড়েছে। শনিবার (২৬ আগস্ট) থেকে সিনেমাটির দুটি করে শো চালু হয়েছে।
বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মেসজবাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ঈদের পর ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার শো আমরা রাখিনি। কিন্তু শনিবার আমাদের শো-গুলোকে দর্শক আগ্রহে নতুন করে সাজানো হয়েছে। এদিন থেকেই ‘১৯৭১ সেইসব দিন’ সপ্তাহজুড়ে দুটি করে শো চলবে। একটি দুপুরে ও একটি সন্ধ্যায় রাখা হয়েছে।
আরও পড়ুন ঃ ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ করলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী
‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজ করেছেন।