ঢাকা,  শুক্রবার
০২ জুন ২০২৩

Advertisement

শুটিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা

প্রকাশিত: ১৪:৪১, ২১ মে ২০২৩

শুটিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা

সুচন্দ্রা দাশগুপ্ত

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন টালিউড ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুটিং শেষে শনিবার(২১ মে) রাতে বাইক ট্যাক্সিতে করে পানিহাটি রেলওয়ে পার্কে নিজ বাড়িতে ফিরছিলেন। কিন্তু একটি লরির সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে, আর তাতেই ছিটকে পড়ে যান সুচন্দ্রা। তার হেলমেট গুঁড়ো হয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পুলিশ জানায়, বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘাতক লরিটিকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরাহনগরের মোড়ের কাছে ওই বাইকের সামনে আচমকা আরেকটি সাইকেল চলে আসে। আর তাকে বাইকের চালক কড়া ব্রেক কষেন। তাতেই সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। এমন সময় পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়।

দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বরানগর ঘোষপাড়া এলাকায়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিটি রোডে যান চলাচল।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকগৌরীতে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টালিপাড়ায়।

Advertisement
Advertisement