ঢাকা,  রোববার
১১ মে ২০২৫

Advertisement
Advertisement

হেলমেট ছাড়া বাইকে অমিতাভ, পুলিশি নোটিশে যা বললেন অমিতাভ

প্রকাশিত: ১৬:১৯, ১৭ মে ২০২৩

হেলমেট ছাড়া বাইকে অমিতাভ, পুলিশি নোটিশে যা বললেন অমিতাভ

সম্প্রতি গাড়ি ছেড়ে বাইকে চড়ে অমিতাভ বচ্চনের শুটিংয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। একজন হলুদ টিশার্ট পরা অজ্ঞাত পরিচয় ব্যক্তির বাইকের পেছনে বসে থাকতে দেখা যায় অমিতাভকে। তার চোখেমুখে উদ্বেগ। এমন ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই মুম্বই পুলিশ ট্র্যাফিক আইন ভাঙায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। দিকে আইনি চিঠি পেয়ে একেবারে উল্টো সুরে কথা বললেন অমিতাভ। তিনি নিজের ব্লগে জানান, বাইকে চড়ার যে পোস্টটা দিয়েছিলেন সেটি ছিল নিছকই মজা।

অমিতাভ ব্লগে লেখেন, আমার ছবি দেখেই অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন হেলমেট মাথায় নেই? অমিতাভ বলছেন, অফিস ছুটি থাকার কারণে জ্যাম কম হবে, তাই শুটিংয়ের জন্য রোববার বেছে নেয়া হয়। রাস্তাটা মাত্র ছিল ৩০-৪০ মিটারের। আমার চারপাশে ইউনিটের সদস্য। আমি যেই পোশাকটি পরে আছি সেটাও সিনেমার। আমি শুধুমাত্র সবাইকে বোকা বানানোর জন্য পোস্টটি করেছিলাম।

অমিতাভ আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও তিনি মোটরবাইকে শুটিংয়ে পৌঁছতে পারেন। তবে যাবতীয় ট্র্যাফিক আইন মেনেই তিনি সেটা করবেন।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531