বাংলাদেশে হজযাত্রী নিবন্ধনের জন্য ষষ্ঠ দফাতেও কোটা পূরণ না হওয়ায় ফের বাড়ানো হচ্ছে সময়।
বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধনের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কতদিন বাড়বে সেটা এখনো জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ মার্চ) ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।