ঢাকা,  সোমবার
১২ মে ২০২৫

Advertisement
Advertisement

বিদেশে চিকিৎসা ব্যয় পাঠানোর সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১৮:০৩, ১২ মে ২০২৫

বিদেশে চিকিৎসা ব্যয় পাঠানোর সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বিদেশে উন্নত চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিকিৎসা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমোদনসীমা বাড়ানো হয়েছে। এখন থেকে বাংলাদেশিরা ব্যাংকের অনুমতি ছাড়াই ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত চিকিৎসা ব্যয় হিসেবে বিদেশে পাঠাতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।

সোমবার (১২ মে) জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন সীমার আওতায় হাসপাতালের নামে অর্থ পাঠানো যাবে অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই অর্থ ব্যবহার করা যাবে। এর মধ্যে ৫ হাজার ডলার পর্যন্ত নগদ নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক ভিসা জটিলতা ও চিকিৎসার জন্য ভারত ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের আগ্রহ। এসব দেশে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় ডলারের চাহিদাও বেড়েছে। সেই প্রেক্ষাপট বিবেচনা করেই বৈধভাবে উচ্চ চিকিৎসা ব্যয় পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধপথে চিকিৎসার অর্থ পাঠানোর সুযোগ না থাকলে মানুষ হুন্ডির মতো অবৈধ পথ বেছে নেয়। এতে প্রবাসী আয় হ্রাস পায় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ে। ফলে হুন্ডির প্রবণতা ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে যেকোনো ব্যাংক ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ ছাড় করতে পারবে। তবে এই সীমা অতিক্রম করতে হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পড়াশোনা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি সেবা, সদস্যপদ ফি, ভিসা ফি ও চিকিৎসা খাতে খরচ পাঠানোর বিধিবিধানও শিথিল করেছে। এতে করে বৈধপথে বৈদেশিক মুদ্রা ব্যবহারে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531