ঢাকা,  রোববার
০৪ মে ২০২৫

Advertisement
Advertisement

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, সিলেট হয়ে পৌঁছাবেন ঢাকায়

প্রকাশিত: ১৬:১০, ৩ মে ২০২৫

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, সিলেট হয়ে পৌঁছাবেন ঢাকায়

খালেদা জিয়া

চার মাসের দীর্ঘ চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৬ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন সকাল ৯টার দিকে, এরপর সেখান থেকে ঢাকায় ফিরবেন।

সিলেটে ঘন্টাখানেক যাত্রাবিরতি, দলীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। সিলেট হয়ে তাঁর দেশে ফেরাটা আমাদের জন্য গর্বের।”

সিলেটে অবস্থানকালে প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে থাকবেন খালেদা জিয়া। এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একটি নেতৃবৃন্দের প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁরা পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে চেয়ারপারসনের বার্তা তুলে ধরবেন।

সফরসঙ্গীদের মধ্যে দুই পুত্রবধূও

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও আছেন সফরসঙ্গী দলে।

সিলেট বিএনপিতে উৎসবের আমেজ

সিলেট হয়ে ঢাকায় ফেরা হলেও খালেদা জিয়া সিলেটে কোনো জনসভা বা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন না বলে জানানো হয়েছে। তবে তাঁকে স্বাগত জানাতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “দীর্ঘদিন পর সিলেটের মাটি স্পর্শ করবেন আমাদের নেত্রী। এটা আমাদের আবেগ ও অনুপ্রেরণার বড় উৎস।”

বিএনপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সকাল ৮টার মধ্যে বিমানবন্দরের সামনে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

জেল জীবন থেকে লন্ডনে চিকিৎসা ও এখনকার অবস্থা

২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন খালেদা জিয়া। পরবর্তী সময়ে করোনা মহামারির সময় শর্তসাপেক্ষে তাঁকে মুক্তি দেয় সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে তিনি পূর্ণ স্বাধীনতা পান এবং আদালত তাঁর বিরুদ্ধে থাকা মামলার রায় বাতিল করে।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তাঁকে। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন পর এবারের ঈদ উদ্‌যাপন করেন খালেদা জিয়া।

স্বাস্থ্য পরিস্থিতি এখনও জটিল

বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া। সেখানে নিয়মিত চলছে তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।


দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন ঘিরে বিএনপি ও তার সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। তাঁর সুস্থতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জনমনে কৌতূহল যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও এটি নতুন গতিপ্রবাহ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531