ঢাকা,  রোববার
১১ মে ২০২৫

Advertisement
Advertisement

ওমর-ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ, বাতিল আ. লীগের বর্তমান এমপিদের

প্রকাশিত: ১৫:৩৩, ৩ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৪:২৩, ৪ ডিসেম্বর ২০২৩

ওমর-ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ, বাতিল আ. লীগের বর্তমান এমপিদের

দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি- (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগে সদ্য যোগ দেয়া আলোচিত প্রার্থী বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ও বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ঝালকাঠির দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। পরে জেলা প্রশাসক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাহ গুল নিঝুম দুটি আসনের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। মনোনয়নপত্র বৈধ হয়েছে আটজনের।

এদিকে ঋণখেলাপি হওয়ায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ওই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী শাহজাহান ওমর (বীর উত্তম)। ৩০ নভেম্বর বিএনপি ছেড়ে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র দাখিলের পর এই প্রথমবারের মতো তিনি ঝালকাঠিতে গেছেন।   সময় তার পাশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি- আসনে মনোনয়নপত্র দাখিল করা ১১ জনের মধ্য জন ঝালকাঠি- (সদর-নলছিটি) আসনে জনের মধ্যে জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে কক্সবাজার- (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন ১৩ জন। বোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে। সেখানে কক্সবাজার আসনে ১৩ প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়নপত্র বৈধ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531