ঢাকা,  শনিবার
০২ ডিসেম্বর ২০২৩

Advertisement

গাজায় ৬৮ ইসরায়েলি সেনার মৃত্যু স্বীকার করলো তেল আবিব

প্রকাশিত: ১৫:৪১, ২১ নভেম্বর ২০২৩

আপডেট: ১৫:৫৪, ২১ নভেম্বর ২০২৩

গাজায় ৬৮ ইসরায়েলি সেনার মৃত্যু স্বীকার করলো তেল আবিব

ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে পর্যন্ত ৬৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইডিএফ এ তথ্য  নিশ্চিত করেছে। সর্বশেষ নিহত দুই সেনার নাম-পরিচয় ্যাংক প্রকাশ করেছে আইডিএফ।

নতুন করে যুদ্ধে নিহত সৈনিকরা হলেন ক্যাপ্টেন আরনন মোশে আভরাহাম বেনভেনিস্তি ভাসপি (২৬) এবং স্টাফ সার্জেন্ট ইলিয়া সেনকিন (২০) সোমবার গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন তারা।

এছাড়া একই দিন ইসরায়েলি স্থলবাহিনীর জন সেনা সদস্য এবং জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

গত অক্টোবর ইসরায়েলে হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৩০০ জনে। আর গত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন হাজার ২০০ জন।

অক্টোবর হামাসের হামলায় এক হাজার চারশ নিহত ও ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা। সেই জিম্মিদের মুক্তি নিয়ে এখন আলোচনা চলছে আন্তর্জাতিক রাজনীতিতে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528