মেয়ে অপহরণ
সিনেমার ঘটনাই মনে করেছিল অনেকে। কিন্তু সিনেমার ওই ঘটনা আসলে বাস্তবের। চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডে ১৬ বছর বয়সী এক কিশোরী তার মায়ের সঙ্গে হেঁটে যাচ্ছিল। আগে থেকে সিএনজি অটোরিকশা নিয়ে অপেক্ষা করছিল চার তরুণ। মা-মেয়ে অটোরিকশার কাছাকাছি হতেই তরুণেরা তাদের ঘিরে ধরে ও জোর করে কিশোরী মেয়েকে তুলে নিয়ে চলে যায়। এ সময় দিশেহারা মা আল্লাহ, আল্লাহ গো বলে চিৎকার করলেও কেউ এগিয়ে আসে নাই।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ওই সড়কে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজে এমন চিত্র দেখা গেছে। চান্দগাঁও থানা-পুলিশ ফুটেজ দেখে অপহরণের ঘটনার নেতৃত্ব দেওয়া তরুণ মোহাম্মদ শাকিলকে (২৩) গ্রেপ্তার করেছে। বুধবার সকালে জেলার সীতাকুণ্ড উপজেলার পাথরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দিনদুপুরে মায়ের সামনে থেকে তাঁর কিশোরী মেয়েকে অপহরণ করা হয়। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে কিশোরীকেও। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি জাহিদুল কবির আরও বলেন, আসামি শাকিল ও ওই কিশোরীর বাড়ি পাশাপাশি। শাকিল একটি কারখানায় কাজ করেন। ওই কিশোরী এবার এসএসসি পরীক্ষা দেবে। শাকিল তাকে প্রায় উত্ত্যক্ত করতেন ও প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু তাতে মেয়েটি রাজি না হওয়ায় সে এ কাজ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল স্বীকার করেন, তাঁর এক বন্ধুর পরামর্শে কিশোরীকে তুলে এনেছিলেন।