ঢাকা,  রোববার
১১ মে ২০২৫

Advertisement
Advertisement

হাসপাতাল গেটে অ্যাম্বুলেন্সে হামলা করে ১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

প্রকাশিত: ১৫:৫৫, ৪ নভেম্বর ২০২৩

হাসপাতাল গেটে অ্যাম্বুলেন্সে হামলা করে ১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে বোমা হামলা করে ১৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। এ ঘটনয় আরও ১৬ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্য জানিয়েছে।

অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা স্বীকার করে ইসরায়েল  দাবি করেছে, হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্য একটি ইসরায়েলি বোমা হামলায় গাজার দক্ষিণে কোস্টাল রোডে ১৪ শিশু মারা গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে।

এদিকে বিদুৎ না থাকায় ফিলিস্তিনের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতালটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। হাসপাতালটির চিকিৎসক ডা. ঘাসান আবু-সিত্তাহ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।

ডা. ঘাসান বলেন, হাসপাতালে বিদ্যুৎ সংযোগ না থাকলে স্বাভাবিকভাবেই তা মৃত্যুপুরীতে পরিণত হবে। ভেন্টিলেশনে থাকা রোগীদের ভেন্টিলেটর বন্ধ, গুরুতর আহত রোগীদের অপারেশন করা যাচ্ছে না, ডায়ালিসিস মেশিন চালু করা যাচ্ছে  না। আর এসব চিকিৎসাসেবা দিতে না পারায় মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে এখানে এসে মরা ছাড়া রোগীদের সামনে আর কোনো বিকল্প নেই।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531