ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

Advertisement
Advertisement

স্থল অভিযানে ব্যর্থ হয়ে ১০ ট্যাংক ফেলে পালালো ইসরায়েলি সেনারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৪ অক্টোবর ২০২৩

স্থল অভিযানে ব্যর্থ হয়ে ১০ ট্যাংক ফেলে পালালো ইসরায়েলি সেনারা

স্থল অভিযানে ব্যর্থ হয়ে ১০ ট্যাংক ফেলে পালালো ইসরায়েলি সেনারা

গাজা উপত্যকার রাফাহ খান ইউনিস শহরে স্থল অভিযান শুরু করতে  যেয়ে হামাসের বাধায় পড়ে ইসরায়েলি সেনারা। এতে তারা অভিযানে ব্যর্থ হয়ে ১০ ট্যাংক ফেলে পালিয়ে যায়। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি নিজস্ব সূত্রের বরাত দিয়ে খবর জানিয়েছে।

প্রেস টিভি আর জানায়, ইসরাইলি সেনারা রোববার (২২ অক্টোবর) বিকেলে রাফাহ শহরের কাছে স্থল অভিযান শুরুর চেষ্টা করে। এ সময় ফিলিস্তিনি যোদ্ধাদের একঅতর্কিত হামলারশিকার হয়ে ১০টি ট্যাংক ফেলে পালিয়ে যায়। এছাড়া, ওই দিন রাতে খান ইউনিস সীমান্ত দিয়ে অন্তত ২০টি ট্যাংক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু হামাসের যোদ্ধারা তাদেরকে পিছু হটতে বাধ্য করেন।

আরও পড়ুন: আল জাজিরার বিশ্লেষণ, যেসব কারণে গাজা অবরুদ্ধ

এর আগে রোববার হামাস জানিয়েছে, গাজা সীমান্তে তাদের হামলায় একটি ইসরাইলি ট্যাংক ধ্বংস এবং একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। ওই সংঘর্ষে জড়িত হামাস যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছেন।

তবে প্রেস টিভি যে ১০টি ট্যাংক ধ্বংস হওয়ার কথা বলেছে সে সম্পর্কে হামাস বা আল-কাসসাম ব্রিগেডস এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে স্থল অভিযানের জন্য গাজা উপত্যকার সীমান্তে এক লাখেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে ইসরাইল। এসব সেনা শিগগির স্থল অভিযান চালাতে গাজা উপত্যকায় প্রবেশ করবে বলে তেল আবিব  হুঁশিয়ারি দিয়ে আসছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531