ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

খামারে কুমিরের হামলায় মারা গেলেন মালিক

প্রকাশিত: ১৩:২৯, ২৮ মে ২০২৩

খামারে কুমিরের হামলায় মারা গেলেন মালিক

কুমির খামার

খামারে কুমির ছিল ৪০টি। খামারের মালিক লুয়ান ডিমপাড়া একটি কুমিরকে লাঠি দিয়ে খাঁচা থেকে বের করার চেষ্টা করেন। এ সময় কুমিরটি লাঠিটি কামড়ে হ্যাঁচকা টান দেয়। আর তাতেই ভারসাম্য হারিয়ে লুয়ান নিচে পড়ে যান। এ সময় খামারে থাকা ৪০টি কুমির একসঙ্গে লুয়ানের ওপর হামলা চালায়। আর তাতেই লুয়ানের মৃত্যু হয়।

৭২ বছরের লুয়ান কম্বোডিয়ার উত্তরাঞ্চলের বাসিন্দা। শুক্রবার (২৬ মে) কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে ঘটনা ঘটে।

পুলিশ প্রধান মেয় সাভরি এএফপিকে জানান,  লুয়ানকে খামার থেকে উদ্ধারের পর তার শরীরে কুমিরের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়েছে তা পাওয়া যায়নি।

নিহত লুয়ান স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিখ্যাত মন্দির অ্যাঙ্কর ওয়াটের কাছের ওই অঞ্চলের আরেকটি খামারে দুই বছরের এক মেয়েশিশুকে কুমির খেয়ে ফেলেছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিম, চামড়া মাংসের জন্য কুমির লালন-পালন করা হয়।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531