
ইউক্রেনের সঙ্গে কয়েক মাসের যুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ২০ হাজার যোদ্ধা মারা গেছেন। ওয়াগনার প্রধান ও প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বুধবার (২৪ মে) এ দাবি করেছেন।
ওয়াগনার প্রধান বলেন, ‘আমরা ৫০ হাজার বন্দিকে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছিলাম। এ যোদ্ধারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের দায়িত্বে নিয়োজিত ছিলেন। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা এরইমধ্যে ২০ শতাংশ যোদ্ধাকে হারিয়েছি। তারা দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন।’
টেলিগ্রাম চ্যানেলে ওয়াগনার প্রধানের সাক্ষাৎকারে একটি ভিডিও পোস্ট করা হয়।
ওই সাক্ষাৎকারে রুশ রাজনৈতিক ও কৌশলবিদ কনস্ট্যান্টিন ডলগভকে তিনি বলেন, ‘বাখমুতের জন্য যুদ্ধে তার একই সংখ্যক চুক্তি করা সেনারও মৃত্যু হয়েছে।
রুশ ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠানটি কয়েকদিন আগে বাখমুত দখলের দাবি করেছিল। এ দাবির পর বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি তাদের পুরস্কারের ঘোষণাও দেন।