ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

Advertisement
Advertisement

বাবারের পক্ষ নিয়ে আকরাম বললেন ব্যর্থতা সবার

প্রকাশিত: ১৯:৫৭, ১২ নভেম্বর ২০২৩

বাবারের পক্ষ নিয়ে আকরাম বললেন ব্যর্থতা সবার

ওয়াসিম আকরাম

এবারের বিশ্বকাপ পাকিস্তান শেষ করল ৫টি হার দিয়ে। বিশ্বকাপের নির্দিষ্ট কোনো আসরে এটিই পাকিস্তানের সবচেয়ে বেশি হার, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে আসরই ছিল।

এত বাজে ফলের জন্য পাকিস্তানি বিশ্লেষকরা দুষছেন অধিনায়ক বাবর আজমকে। তাঁর অধিনায়কত্বের ধরন আগে থেকেই প্রশ্নের মুখে। এবার প্রশ্নের মুখে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও। ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছে মাত্র ৩২০ রান। এজন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তাঁকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চলছে সমালোচনা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ওয়াসিম আকরাম ব্যর্থতার জন্য বাবর আজমকেবলির পাঁঠাবানানো উচিত নয় বলে মন্তব্য করেছেন। আকরাম পাকিস্তান দলের ব্যর্থতাকে সম্মিলিত ব্যর্থতা হিসেবে দেখছেন। শুধু বিশ্বপাক নয়, এশিয়া কাপেও, বিশ্বকাপেও পাকিস্তানের ফলাফলের বিষয়ে আকরাম একই কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানের এবারের ব্যর্থতা গোটা সিস্টেমের সমস্যা। এক বছর ধরে পাকিস্তান ক্রিকেট যেভাবে চলেছে, সেটি জন্য দায়ী। ক্রিকেটাররা কেউই জানত না, তাদের কোচ কে! এখন বাবরকে একা যদি সবকিছুর জন্য দায়ী করেবলির পাঁঠাবানানো হয়, সেটি খুবই বাজে ব্যাপার হবে।

ওয়াসিম আকরাম মনে করেন, অধিনায়কত্বের চাপ বাবরের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাবর আমাদের বড় তারকা। সে যখন রান পায়, তখন পুরো জাতি আনন্দে মেতে ওঠে। পাকিস্তানিরা গর্বিত হয়। কিন্তু আমার মনে হচ্ছে, অধিনায়কত্বের চাপটা বাবরের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব রাখছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531