ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৩

বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ নতুন মৌসুম মাঠে গড়িয়েছে গতকাল। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে মাঠে নেমেছিল বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। 

মঙ্গলবার আসরে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।   

সর্বশেষ দুই আসরে গ্রুপ পর্বে ছিটকে যাওয়া বার্সেলোনা এদিন অ্যান্টওয়ার্পকে পেয়ে যেন ছেলেখেলা করেছে। ম্যাচে ২৩ মিনিটের মধ্যে তুলে নিয়েছে তিনটি গোল। ১১ মিনিটে শুরুর গোলটি করেছেন জোয়াও ফেলিক্স, ১৯ মিনিটে লেভানদোভস্কি। 

২২ মিনিটে অবশ্য আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ৩-০। এই স্কোরে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ম্যাচের ৫৪ তম মিনিটে গাভি করেন বার্সার হয়ে চতুর্থ গোল। আর ৬৬ মিনিটে ফেলিক্স তার জোড়া গোলটি করলে আর ব্যবধানে হেরফের করতে পারেনি অ্যান্টওয়ার্প। ফলে ঘরের মাঠে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531