ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

Advertisement
Advertisement

মাহমুদউল্লাহ থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে

প্রকাশিত: ১৯:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৩

মাহমুদউল্লাহ থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে

ছবিঃ সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তরা অভিযোগ করে বলেন, ‘মাইনাস ফর্মুলায়’ বাদ পরে গেছেন টাইগার এই ব্যাটার। তবে সম্প্রতি গণমাধ্যমে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দাবি করে বলেছেন, নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান রিয়াদকে নাকি দলে চেয়েছিলেন।
দলে না থেকেও বারবার আলোচনায় উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতায় আরেকটা এশিয়া কাপ ভরাডুবির পর প্রশ্নটা উঠছে। শেষমেশ প্রশ্নের মুখে পড়তে হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর রিয়াদ ইস্যুতে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সবশেষ তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এসব কথা বলেছেন কি না, জানি না। কিন্তু এখন বলছেন। আমার মনে হয় বিষয়টা অপ্রাসঙ্গিক। তার জায়গায় দলে এসেছিলো তাওহীদ হৃদয়।'
তবে আশার কথাটিও শুনিয়েছেন সাকিব। বলছেন সবারই এখনো সুযোগ আছে, 'আমাদের বেশীরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি অনেক ভ্রমণও করতে হবে।'
'আমরা আর ইনজুরি নিতে পারব না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারবো। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে, তাহলে আমরা অ্যাভেইলেবল ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারবো।
আর এদিকে চলতি মাসের ১৭ সেপ্টেম্বর তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের আগে এই সিরিজে টাইগার স্কোয়াডে চলবে পরীক্ষা-নিরীক্ষা। পেশীর ইনজুরিতে পড়া নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরও কয়েকজন নিয়মিত ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে। আলোচনায় আছে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের বিশ্রামের বিষয়টিও।
নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের আবারো পরখ করা হবে। গতকাল কলোম্বোতে ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটি বলছিলেন। এছাড়া রিয়াদকে নিয়ে পাপনের ভাষ্য ছিল, 'রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার জন্য। অভিজ্ঞতার একটি মূল্য আছে, নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেকেই হয়ত খেলবে না, ইনজুরির কারণে। ইনজুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা খেলাবো না।'
Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531