ঢাকা,  বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

জুলাইয়ে আসবে দক্ষিণ আফ্রিকা

দিকদর্শন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ৩১ মে ২০২৩

জুলাইয়ে আসবে দক্ষিণ আফ্রিকা

বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দেশের টাইগার যুবাদের। ২০২৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠাতব্য যুব বিশ্বকাপ সামনে রেখে টাইগার যুবারা এখন থেকেই শুরু করেছে প্রস্তুতি। ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবারা আগামী জুলাইয়ে ঘরের মাঠে সিরিজ খেলবে। এরপর ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথাও রয়েছে।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। বাকি ২ ম্যাচ হবে খুলনায় ৯ ও ১১ জুলাই। প্রায় ৬ বছর হল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না।

সিরিজের শেষ ২টি ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। আজ (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের শেষ ২টি ম্যাচ হবে ১৪ ও ১৭ জুলাই।

এদিকে, রাজশাহীতে প্রায় ১২ বছর পর পাকিস্তান যুব দলের বিপক্ষে সিরিজ দিয়ে খেলা মাঠে গড়িয়েছিল। দেশের মাঠে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগার যুবারা টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও ৪-১ ব্যবধানে হেরে যায়।
 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531