ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

বাংলাদেশে আসতে চান মার্টিনেজ

দিকদর্পন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২১ মে ২০২৩

আপডেট: ১৭:৪৯, ২১ মে ২০২৩

বাংলাদেশে আসতে চান মার্টিনেজ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

চ্যাম্পিয়নদের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা অনেকটা এগোলেও মাঠ সংকটের কারণে তা আর হচ্ছে না। মেসিসহ পুরো বিশ্বকাপ দল ঢাকায় না আসলেও গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ আসতে পারেন।

জুনে বা জুলাইয়ের শুরুতে বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।

ভারতের পশ্চিমবঙ্গের ফুটবল দল মোহনবাগানে আসতে পারেন মার্তিনেজ এ বছরের জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে।

আর্জেন্টিনার প্রতি এ দেশের মানুষের উন্মাদনা ও ভালোবাসা বিষয়ে মার্টিনেজ অবগত আছেন। কলকাতার কাছেই যে বাংলাদেশ অবস্থিত তাও তিনি জানেন। 

জুনে ফিফার যে উইন্ডো, তা কাজে লাগিয়ে কলকাতায় যাওয়ার আগে অন্তত এক দিনের জন্য ঢাকা আসার ইচ্ছা জানিয়েছেন মার্তিনেজ।

মার্টিনেজকে মোহনবাগানে আনার কাজ করছে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট ও প্রমোটার প্রতিষ্ঠান শতদ্রু দত্ত অ্যাসোসিয়েট। এই প্রতিষ্ঠানটি পেলে, ম্যারাডোনাকেও কলকাতায় এনেছিল। প্রতিষ্ঠানটির কর্ণধার শতদ্রু দত্ত ফেসবুকে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশি মানুষের অগণিত ভালোবাসার কারণে মার্তিনেজের হৃদয়ে বাংলাদেশের জন্য একটি বিশেষ টান আছে। তাই আমি চেষ্টা করছি তাকে একদিনের জন্য হলেও বাংলাদেশে আনার।’

মার্তিনেজকে এ দেশে আনা ব্যয়বহুল ও বেশ কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে যেতে হবে। তবে বিষয়টি নিয়ে শতদ্রু দত্ত অ্যাসোসিয়েট কাজ শুরু করেছে। চলছে পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনাও।

উল্লেখ্য, শতদ্রু দত্ত অ্যাসোসিয়েট নামের স্পোর্টস প্রোমাটার কোম্পানি মার্টিনেজকে কলকাতায় আনছেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531