ঢাকা,  বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

ফুটবল মাঠে সংঘর্ষে ৯ জনের মৃত্যু, আহত কয়েক’শ

দিনদর্পন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২১ মে ২০২৩

আপডেট: ১৩:৪১, ২১ মে ২০২৩

ফুটবল মাঠে সংঘর্ষে ৯ জনের মৃত্যু, আহত কয়েক’শ

এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে সমর্থকদের সংঘর্ষ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জন মারা গেছেন। আরও কয়েক’শ মানুষ আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের বরাতে রোববার (২১ মে) এ খবর দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-বিবিসি।

পুলিশ জানায়, নিহত ৭ জন পুরুষ ও ২ জন নারী। তাদের বয়স ১৮ বছরের বেশি।

দেশটির রাজধানী সান সালভাদরে মনুমেন্টাল স্টেডিয়ামে সালভাদোরান লিগে আলিয়াঞ্জা বনাম সান্তা আনার ম্যাচ চলছিল। এ সময় সংঘর্ষ ঘটে। ম্যাচটি স্থগিত করা হয়েছে।

কর্মকর্তারাদের বরাতে বিবিসি জানায়, খেলার শুরুতেই স্টেডিয়ামের গেট বন্ধ করা হয়। এ সময় বিপুল সংখ্যক দর্শক-সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা চালান। সমর্থকদের বাড়তি চাপে বিপর্যয় ঘটে। কিছু সমর্থক জাল টিকিট কিনেছিলেন। এর ফলেই এমন ঘটনা ঘটেছে। এ  নিয়ে চলছে তদন্ত।

স্থানীয় একটি মিডিয়ার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, সমর্থকরা স্টেডিয়ামের গেটের ব্যারিকেড নামানোর চেষ্টা করেন।

রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের এক স্বেচ্ছাসেবক বলেন, ‘এটি সমর্থকদের একটি ঢল ছিল। তারা স্টেডিয়ামের গেট অতিক্রম করে ভেতরে ঢোকে।’

এল সালভাদরের সিভিল প্রোটেকশন থেকে লুইস আলোনসো আমায়া বলেন, অন্তত ৫০০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অনেককে হাসপাতালে স্থানান্তর করেছি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহত প্রায় সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে কোনও মৃত্যুর খবর দেয়নি।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531