ঢাকা,  বুধবার
২৪ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

সাফে বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

খেলাঘর ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১৭ মে ২০২৩

সাফে বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

ফাইল ফটো

ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী ২১ জুন। টুর্নামেন্টে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা লেবানন।

সাফ ফুটবলের ড্র বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপ পড়েছে। বাংলাদেশের গ্রুপে লেবানন ছাড়াও আছে মালদ্বীপ ও ভুটান। 

ভারত পড়েছে ‘এ’ গ্রুপে। ভারতের সঙ্গী কুয়েত, নেপাল ও পাকিস্তান।

সাফ ফুটবলে যে সব দল অংশ নিচ্ছে তাদের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে লেবানন হল সবচেয়ে শক্তিশালী দল। তাদের বর্তমান র‌্যাঙ্কিং ৯৯তম। আর কুয়েতের র‌্যাঙ্কিং অবস্থান ১৪৩তম। 

এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত আছে ১০১তম, মালদ্বীপের র‌্যাঙ্কিং ১৫৪তম, নেপাল ১৭৪তম, ভুটান ১৮৫তম, বাংলাদেশ ১৯২তম। আর পাকিস্তানের র‌্যাঙ্কিং অবস্থান ১৯৫তম।

দুই গ্রুপের চাম্পিয়ন দুটি দল সরাসারি সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুই দল খেলবে সাফের ১৪তম আসরের ফাইনাল। ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন শুরু হওয়া টুর্নামেন্টেটি শেষ হবে ৩ জুলাই।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531