ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, বিয়ের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন বাবা-মা

প্রকাশিত: ০৯:১০, ২১ মে ২০২৩

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, বিয়ের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন বাবা-মা

প্রায় চার বছর প্রেমের পর ২০১৮ সালে অঙ্গদ বেদীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা ধুপিয়া। তবে তার জন্য মোটেও সময় পাননি ধুপিয়া। মাত্র আড়াইদিনে শেষ করতে হয় বিয়ের সব কাজ। এক রাতের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন নেহা।

নেহা জানান, তিনি বুঝতে পারেন অন্তঃসত্ত্বা, তাও আবার তিন মাসের। তার এই প্রেগন্যান্সির খবর মোটেও ভাল ভাবে নেননি নেহার বাবা-মা। রাগের মাথায় নাকি অভিশাপও দিয়েছিলেন নেহার বাবা-মা। তার পর ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। বলে দেন এর মধ্যেই মুম্বই ফিরে বিয়ে করতে হবে।

অভিনেত্রী জানান, আমি যখন বাবা-মাকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেই, তখন আমাকে তারা ৭২ ঘণ্টা সময় দেন। তার মধ্যে বিয়ে করতে হবে। তাই আমার কাছে সময় ছিল মোটে আড়াই দিনের। এর মধ্যেই মুম্বই ফিরে বিয়ে করতে হবে।

এর পর ২০১৮ সালের মে মাসে মুম্বইয়ের এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন অঙ্গদ-নেহা। বিয়ের মাস কয়েকের মধ্যেই কন্যা মেহর ধুপিয়া বেদীর জন্ম। আর এর বছর কয়েক বাদে দম্পতির একটি পুত্রসন্তান হয়। দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখী সংসার অঙ্গদ-নেহার।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531