মুফতি আব্দুল মালেক
কাদিয়ানী সম্প্রদায়কে ইসলামের মূলধারা থেকে বিচ্যুত দাবি করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশ থেকে আলেম-ওলামারা অংশ নেন।
মহাসম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশে কর্মসূচী ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত দেশজুড়ে গণস্বাক্ষর সংগ্রহ, মে-জুনে প্রতিটি জেলার ডিসির কাছে স্মারকলিপি প্রদান এবং জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিভাগীয় সম্মেলন আয়োজন। এরপরও দাবি আদায় না হলে ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এবারই প্রথম বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক পরিসরে সম্মেলন আয়োজন করল। পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিসরসহ পাঁচ দেশের শীর্ষ আলেমরা এতে অংশ নেন। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিমসহ আরও অনেকে সম্মেলনে বক্তব্য দেন।
পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি এবং সৌদি আরবের ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের প্রতিনিধিরাও সমাবেশে যোগ দেন।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী (সা.) সর্বশেষ নবী। জনগণ দায়িত্ব দিলে আলেম-ওলামাদের সব দাবি সংসদে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, তার দল ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হবে।
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে।



.png)
.png)