ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

Advertisement
Advertisement

অবশেষে গাজায় হত্যাযজ্ঞ নিয়ে মুখ খুললেন সালাহ

প্রকাশিত: ১৩:৫৩, ১৯ অক্টোবর ২০২৩

অবশেষে গাজায় হত্যাযজ্ঞ নিয়ে মুখ খুললেন সালাহ

মোহাম্মদ সালাহ

গাজায় 'হত্যাযজ্ঞ' বন্ধের আহ্বান জানালেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এক ভিডিও বার্তায় তিনি হত্যাযজ্ঞবলে আখ্যায়িত করে বলেন, ইসরায়েল-হামাস দ্বন্দ্বে বিপর্যস্ত জনজীবন। একের পর এক বোমা হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনের শতশত মানুষ। রেহাই পাচ্ছেন না নারী শিশুরাও। সব মিলিয়ে গাজায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।

এতোদিন গাজার বিষয়ে মুখ না খোলায় সালাহর সমালোচনা শুরু হয় তার দেশ মিশরে। অবশেষে মুখ খুলেছেন লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড।  নিজের ফেসবুক পেইজে ভিডিও বার্তায় সালাহ আরও বলেন, এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্ন-বিচ্ছিন করে দেওয়া হচ্ছে। এটা পরিস্কার যে গাজায় মানবিক সহায়তা পাঠানোর এখনই সময়। সেখানে ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে মানুষ।

সালাহ আরো বলেন, গাজার হাসপাতালগুলোর চিত্র ভয়াবহ। সেখানকার মানুষদের এখন জরুরিভিত্তিতে খাবার, পানি চিকিৎসা প্রয়োজন।

উল্লেখ্য, অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা পর এখন পর্যন্ত ৩ হাজার ৪ শত ৭৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৫ জন। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০ জন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531