ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

Advertisement
Advertisement

বিপিএল নিলাম শেষে কে কোন দল পেলেন

প্রকাশিত: ১৬:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বিপিএল নিলাম শেষে কে কোন দল পেলেন

বিপিএল

প্রায় আড়াইঘণ্টার নিলাম শেষে আগামী মৌসুমে বিপিএলের জন্য স্কোয়াড তৈরি করে নিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো- মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ৮০ লাখ টাকায় কিনে নিয়েছে ফরচুন বরিশাল।

৪৪৩ জন বিদেশি আর ২০৩ স্থানীয় ক্রিকেটারকে ৬ ক্যাটাগরিতে তোলা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে। এর মধ্যে ‘এ ক্যাটাগরির পারিশ্রমিক ৮০ লাখ টাকা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিমই ছিলেন এই ক্যাটাগরিতে।

এছাড়া ৪ জন ছিলেন ‘বি ক্যাটাগরিতে (পারিশ্রমিক ৫০ লাখ)। ১৮ জনকে রাখা হয়েছিলো ‘সি ক্যাটাগরিতে (৩০ লাখ)। ৩১ ক্রিকেটার ছিলেন ‘ডি ক্যাটাগরিতে (২০ লাখ)। ৭৫ জনকে রাখা হয় ‘ইক্যাটাগরিতে (১৫ লাখ), এফ ক্যাটগারিতে ২৯জন (১০ লাখ) এবং ‘জিক্যাটাগরিতে রাখা হয় ৪৫ জনকে (৫ লাখ)।

প্লেয়ার্স ড্রাফট থেকে কোন ক্রিকেটরকে নিলো কোন দল

রংপুর রাইডার্স

দেশি: রনি তালুকদার, শামিম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

বিদেশি: মাইকেল রিপন (নিউজিল্যান্ড, বোলার), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা, অলরাউন্ডার)।

ফরচুন বরিশাল

দেশি: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল, এনামুল হক, নওরোজ নাবিল।

বিদেশি: ইয়ানিক কারিয়া (ওয়েস্ট ইন্ডিজ), দুনিথ ভেল্লালাগে, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক।

বিদেশি: রাখিন কনওয়েল (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথিউ ওয়াল্টারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট স্ট্রাইকার্স

দেশি: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন।

বিদেশি: রিচার্ড নাগারামা (জিম্বাবুয়ে, বোলার), দুশান হেমন্ত (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)।

খুলনা টাইগার্স

দেশি: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।

 

বিদেশি: কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।

দুর্দান্ত ঢাকা

দেশি: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দীন।

বিদেশি: লাহিরু সামারাকুন (অলরাউন্ডার, শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দেশি: তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, সাহাদাত হোসেন দিপু , সালাউদ্দীন শাকিল।

বিদেশি: কার্টিস ক্যাম্ফার (অলরাউন্ডার, আয়ারল্যান্ড), বিলাল খান (ওমান)।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531