যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন লিওনেল মেসি। আর তাতেই তার দল ইন্টার মায়ামি ২-০ গোলে জয় পায় নিউইয়র্ক রেডবুলের বিপক্ষে। দলের হয়ে অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ।
ইন্টার মায়ামির জার্সিতে এতোদিন লিগস কাপ ও ইউএস ওপেন কাপে খেলেছেন লিওনেল মেসি। এবার অভিষেক হলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। আর অভিষেকেই বাজিমাত করেছেন তিনি।
মেসিকে কিছুটা বিশ্রাম দেওয়ার চিন্তা ছিল মায়ামির কোচ টাটা মার্টিনোর। কিন্তু সেই চিন্তা থেকে শুরুর একাদশে মেসিকে রাখা হয়নি। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ৩৭তম মিনিটে গোলের দেখা পায় মায়ামি। গোলটি করেন প্যারাগুয়েন মিডফিল্ডার ডেভিড গোমেজ।
আরও পড়ুন: সেই ক্ষুদে ভক্তদের সঙ্গে দেখা করবেন সাকিব!
ম্যাচের ৬০ মিনিটের মাথায় লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামানে হয়। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন সার্জিও বুসকেটসও। ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন মেসি। বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে মেসি বল দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে।
পরে আবার তার কাছ থেকে পাস পেয়ে টোকা মেরে বল জালে জড়িয়ে দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল হয়ে গেছে মেসির। অন্যদিকে টেবিলের তলানিতে থেকে মায়ামিও টেবিলে একধাপ উপরে উঠে এসেছে। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।