ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

ডিস্ক প্রলাপস: কারণ, লক্ষণ ও করণীয়

প্রকাশিত: ১২:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ডিস্ক প্রলাপস: কারণ, লক্ষণ ও করণীয়

মেরুদণ্ডব্যাথা

মেরুদণ্ডের কশেরুকাগুলোর মধ্যে থাকা ডিস্ক যদি স্থানচ্যুত হয়, তখন একে ডিস্ক প্রলাপস বা পিএলআইডি বলা হয়। এটি মেরুদণ্ডের স্পাইনাল লিগামেন্ট ও মাংসপেশি দুর্বল হয়ে গেলে হতে পারে। ভারী বস্তু ওঠানো, দীর্ঘক্ষণ বসে কাজ করা, দুর্ঘটনা বা সামান্য সামনে ঝুঁকেও এই সমস্যা দেখা দিতে পারে।

ডিস্ক প্রলাপসের সাধারণ স্থান ও লক্ষণ:

? ঘাড়ে হলে:

  • ব্যথা হাতের দিকে ছড়িয়ে পড়ে
  • হাত ঝিঁঝিঁ করা বা অবশ হয়ে যাওয়া
  • হাতের শক্তি কমে যাওয়া বা মাংসপেশি শুকিয়ে যাওয়া

? কোমরে হলে:

  • কোমর থেকে পায়ে ব্যথা ছড়িয়ে পড়া
  • হাঁটতে কষ্ট হওয়া, দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়া
  • পায়ে জ্বালাপোড়া, অবশভাব বা দুর্বলতা
  • তীব্র হলে প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণের সমস্যা

করণীয়:

বিশ্রাম ও ব্যথানাশক ওষুধ সেবন
বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে ব্যায়াম
সামনে ঝুঁকে ভারী কাজ করা থেকে বিরত থাকা
আরামদায়ক বিছানা ব্যবহার করা
ভ্রমণের সময় কোমরে সাপোর্ট বা লাম্বার কোরসেট ব্যবহার
হালকা গরম পানির সেঁক নেওয়া

প্রায় ৯৫% রোগী দুই–চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যান। তবে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

✍️ মো. সাইদুর রহমান, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, রিঅ্যাকটিভ ফিজিওথেরাপি সেন্টার, ঢাকা

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531