ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

Advertisement
Advertisement

শীতে মাথায় গরম পানি নাকি ঠান্ডা পানি দিবেন

প্রকাশিত: ১৩:৪৩, ২৮ নভেম্বর ২০২৩

শীতে মাথায় গরম পানি নাকি ঠান্ডা পানি দিবেন

শীতে গরম পানি নাকি ঠান্ডা পানি

এই শীতে কুয়াশা আর হিমে চুল হয়ে পড়ে নিষ্প্রাণ। এ সময় চুলের বাড়তি যত্ন তো নিতেই হবে। তবে সাধারণ কিছু বিষয় খেয়াল রাখতে ভুলবেন না। কিন্তু কেমন তাপমাত্রার পানি চুলে দেয়া হচ্ছে, নাকি ঠান্ডা পানি এসব বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

দীর্ঘদিন ধরে গরম পানিতে চুল ধোয়া হলে তা হয়ে পড়ে রুক্ষ। আর গরম পানিতে চুল ধোয়া হলে একসময় পড়তেও শুরু করে। আবার শীতে অনেকেরই মাথা ঘামে। এই ঘামও চুলের জন্য ক্ষতিকর। এসব বিষয়েও শীতে চুলের  যত্ন নিতে হবে। এ বিষয়ে রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন দিয়েছেন কিছু পরামর্শ।

চুল ধোয়র ক্ষেত্রে গরম পানি এড়িয়ে চলুন। এই সময় কুসুম গরম পানি বরং মাথার ত্বকের জন্য ভালো। এটা যেমন আরামদায়ক, তেমনি এতে মাথার ত্বকও ভালোভাবে পরিষ্কার হয়। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মাথার ত্বক পরিষ্কার করে নিলেই হলো। এ ছাড়াও শীতে চুল ধুতে আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এতে করে চুল থাকবে ঝরঝরে।    

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531